১০৬ (ami shraban akashe oi)

   আমি   শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি

          মম   জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে।

বিরহদিগন্ত পারায়ে সারা রাতি   অনিমেষে আছে জেগে॥

যে   গিয়েছে দেখার বাহিরে   আছে তারি উদ্দেশে চাহি রে,

     স্বপ্নে উড়িছে তারি কেশরাশি   পুরবপবনবেগে॥

                   শ্যামল তমালবনে

যে পথে সে চলে গিয়েছিল   বিদায়গোধূলি-খনে

     বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে,   কাঁপে নিশ্বাসে--

সেই   বারে বারে ফিরে ফিরে চাওয়া   ছায়ায় রয়েছে লেগে॥

রাগ: সাহানা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.