রাগ: পরজ-বসন্ত

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৪০ (an go tora kar ki achhe)

আন্‌ গো তোরা কার কী আছে,

দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে--

              এই সুসময় ফুরায় পাছে।

কুঞ্জবনের অঞ্জলি যে ছাপিয়ে পড়ে,

পলাশকানন ধৈর্য হারায় রঙের ঝড়ে,

              বেণুর শাখা তালে মাতাল পাতার নাচে॥

প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে,

মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস-'পরে।

     দখিন-হাওয়া হেঁকে বেড়ায় "জাগো জাগো',

     দোয়েল কোয়েল গানের বিরাম জানে না গো--

          রক্ত রঙের জাগল প্রলাপ অশোক-গাছে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.