রাগ: ইমন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আষাঢ়, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

৩৩ (asharh sandhya ghaniye elo)

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।

বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥

    একলা বসে ঘরের কোণে    কী ভাবি যে আপন-মনে,

    সজল হাওয়া যূথীর বনে    কী কথা যায় কয়ে॥

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল;

সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।

    আঁধার রাতে প্রহরগুলি    কোন্‌ সুরে আজ ভরিয়ে তুলি,

    কোন্‌ ভুলে আজ সকল ভুলি    আছি আকুল হয়ে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.