৭২ (badal baul bajay re)

          বাদল-বাউল বাজায় রে একতারা--

     সারা   বেলা ধ'রে ঝরোঝরো ঝরো ধারা ॥

জামের বনে ধানের ক্ষেতে   আপন তানে আপনি মেতে

              নেচে নেচে হল সারা ॥

     ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে,

     পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে।

ঘর-ছাড়ানো আকুল সুরে    উদাস হয়ে বেড়ায় ঘুরে

              পুবে হাওয়া গৃহহারা ॥

রাগ: গৌড়সারং-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.