রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৭৭ (badal dhara halo sara)

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর।

গানের পালা শেষ ক'রে দে রে, যাবি অনেক দূর॥

ছাড়ল খেয়া ও পার হতে   ভাদ্রদিনের ভরা স্রোতে   রে,

দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর॥

কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,

মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।

অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,   আকাশ আজি শিশির-ছাওয়া   রে

          আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.