৭৭ (badal dhara halo sara)

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর।

গানের পালা শেষ ক'রে দে রে, যাবি অনেক দূর॥

ছাড়ল খেয়া ও পার হতে   ভাদ্রদিনের ভরা স্রোতে   রে,

দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর॥

কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,

মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।

অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,   আকাশ আজি শিশির-ছাওয়া   রে

          আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.