১২৬ (badal diner pratham kadam phul)
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল--
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥
রাগ: মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ শ্রাবণ, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ জুলাই, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার