৩৭ (badol meghe madol majhe)

বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে॥

     তারি গভীর রোলে    আমার হৃদয় দোলে,

          আপন সুরে আপনি ভোলে॥

কোথায় ছিল গহন প্রাণেগোপন ব্যথা গোপন গানে--

     আজি সজল বায়ে    শ্যামল বনের ছায়ে

          ছড়িয়ে গেল সকলখানে   গানে গানে॥

রাগ: দেশ-পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ অগাস্ট, ১৯২১

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.