২৪৮ (basante basante tomar kabire)

     বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক--

                   যায় যদি সে যাক॥

রইল তাহার বাণী   রইল ভরা সুরে,   রইবে না সে দূরে--

     হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্‌॥

                   ছন্দ তাহার রইবে বেঁচে

              কিশলয়ের নবীন নাচে নেচে নেচে॥

তারে   তোমার বীণা যায় না যেন ভুলে,

              তোমার ফুলে ফুলে

                   মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্‌॥

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার, শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.