২৬৩ (basanto tar gan likhe gay)

বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে   কী আদরে॥

তাই সে ধূলা ওঠে হেসে   বারে বারে নবীন বেশে,

বারে বারে রূপের সাজি আপনি ভরে   কী আদরে॥

তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে,

সে যে তাই   ধন্য হল মন্ত্রবলে।

তাই প্রাণে কোন্‌ মায়া জাগে,   বারে বারে পুলক লাগে,

বারে বারে গানের মুকুল আপনি ধরে   কী আদরে॥

রাগ: সাহানা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ নভেম্বর, ১৯২১

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.