রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1326

রচনাকাল (খৃষ্টাব্দ): 1920

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২১১ (basanto tor shesh kare de)

বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ--

ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ॥

    উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার    মাতন তোমার থামুক এবার,

        নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥

তোমার    সাধের মুকুল কতই পড়ল ঝরে--

তারা    ধুলা হল, তারা    ধুলা দিল ভরে।

    প্রখর তাপে জরোজরো    ফল ফলাবার শাসন ধরো,

        হেলাফেলার পালা তোমার এই বেলা হ'ক ভঙ্গ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.