৭৫ (bhor halo je shrabon sharbari)

          ভোর হল যেই শ্রাবণশর্বরী

তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥

গন্ধ তারি রহি রহি   বাদল-বাতাস আনে বহি,

আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি॥

বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে--

আড়াল ক'রে রেখেছিলে আমার বনের পানে।

কখন গোপন অন্ধকারে   বর্ষারাতের অশ্রুধারে

তোমার আড়াল মধুর হয়ে ডাকে মর্মরি॥

রাগ: রামকেলী-ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ জুন, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.