২৭৫ (biday niye giyechhilen)

বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।

    ভেবেছিলেম ফিরব না রে॥

এই তো আবার নবীন বেশে

    এলেম তোমার হৃদয়-দ্বারে॥

কে গো তুমি।-- "আমি বকুল।'

    কে গো তুমি।-- "আমি পারুল।'

তোমরা কে বা।-- "আমরা আমের মুকুল গো

    এলেম আবার আলোর পারে।'

'এবার যখন ঝরব মোরা ধরার বুকে

    ঝরব তখন হাসিমুখে--

অফুরানের আঁচল ভ'রে

    মরব মোরা প্রাণের সুখে।'

তুমি কে গো।-- "আমি শিমুল।'

    তুমি কে গো।--  "কামিনী ফুল।'

তোমরা কে বা।-- "আমার নবীন পাতা গো

    শালের বনে ভারে ভারে।'

রাগ: কাফি

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.