৯৬ (chale chholochholo nadidhara)

চলে         ছলোছলো নদীধারা   নিবিড় ছায়ায়   কিনারায় কিনারায়।

          ওকে  মেঘের ডাকে ডাকল সুদূরে,   "আ য়   আ য়   আয়।'

          কূলে    প্রফুল্ল বকুলবন   ওরে   করিছে আবাহন--

          কোথা   দূরে বেণুবন গায়,   "আ য়   আ য়   আয়।'।

     তীরে তীরে, সখী,   ওই-যে উঠে নবীন ধান্য পুলকি।

          কাশের বনে বনে   দুলিছে ক্ষণে ক্ষণে--

          গাহিছে সজল বায়,   "আ য়   আ য়   আয়।'

রাগ: কালাংড়া

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.