১৫৯ (dekho dekho dekho)
দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়।
ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে--
আ য় আ য় আ য়॥
ও যে কার লাগি জ্বালে দীপ,
কার ললাটে পরায় টিপ,
ও যে কার আগমনী গায়-- আ য় আ য় আয়।
জাগো জাগো সখী,
কাহার আশায় আকাশ উঠিল পুলকি।
মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে
কহিছে শিশিরবায়-- আ য় আ য় আয়॥
রাগ: কালাংড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925