১০২ (dharani dure cheye)

ধরণী,   দূরে চেয়ে   কেন আজ   আছিস জেগে

যেন কার   উত্তরীয়ের   পরশের   হরষ লেগে॥

          আজি কার   মিলনগীতি   ধ্বনিছে   কাননবীথি,

          মুখে চায়   কোন্‌ অতিথি   আকাশের নবীন মেঘে॥

ঘিরেছিস   মাথার বসন   কদমের   কুসুমডোরে,

সেজেছিস   নয়নপাতে   নীলিমার   কাজল প'রে।

          তোমার ওই   বক্ষতলে   নবশ্যাম   দুর্বাদলে

          আলোকের   ঝলক ঝলে   পরানের   পুলকবেগে॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ জুলাই, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.