৮৪ (dhoronir gogoner miloner)

ধরণীর গগনের মিলনের ছন্দে

বাদলবাতাস মাতে মালতীর গন্ধে॥

উৎসবসভা-মাঝে   শ্রাবণের বীণা বাজে,

শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে॥

দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে

নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে।

কাঁপিছে বনের হিয়া   বরষনে মুখরিয়া,

বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে॥

রাগ: গৌড়মল্লার

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.