৪৪ (ei shraban bela badal jhora)

     এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা   যূথীবনের গন্ধে ভরা ॥

     কোন্‌   ভোলা দিনের বিরহিনী,   যেন তারে চিনি চিনি--

ঘন বনের কোণে কোণে ফেরে ছায়ার-ঘোমটা-পরা ॥

কেন বিজন বাটের পানে   তাকিয়ে আছি কে তা জানে।

     হঠাৎ কখন অজানা সে   আসবে আমার দ্বারের পাশে,

বাদল-সাঁঝের আঁধার-মাঝে   গান গাবে প্রাণ-পাগল করা ॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.