১২৮ (eso go jwele diye jao)

     এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি

          বিজন ঘরের কোণে, এসো গো।

     নামিল শ্রাবণসন্ধ্যা,   কালো ছায়া ঘনায় বনে বনে॥

আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়   যূথীমালিকার মৃদু গন্ধে--

              নীলবসন-অঞ্চল-ছায়া

                   সুখরজনী-সম মেলুক মনে॥

          হারিয়ে গেছে মোর বাঁশি,

আমি   কোন্‌ সুরে ডাকি তোমারে।

              পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি

              শুনিতে পাও কি তাহার বাণী--

কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥

রাগ: ইমনকল্যাণ

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ শ্রাবণ, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ অগাস্ট, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.