৭৯ (eso nipabane chhaya bithitole)

এসো নীপবনে ছায়াবীথিতলে,   এসো করো স্নান নবধারাজলে॥

দাও আকুলিয়া ঘন কালো কেশ,   পরো দেহ ঘেরি মেঘনীল বেশ--

কাজলনয়নে, যূথীমালা গলে,   এসো নীপবনে ছায়াবীথিতলে॥

আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী,   অধরে নয়নে উঠুক চমকি।

মল্লারগানে তব মধুস্বরে   দিক্‌ বাণী আনি বনমর্মরে।

ঘনবরিষনে জলকলকলে   এসো নীপবনে ছায়াবীথিতলে॥

রাগ: কাফি

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.