২৪৫ (faguner nabin anande)

ফাগুনের নবীন আনন্দে

গানখানি গাঁথিলাম ছন্দে॥

     দিল তারে বনবীথি   কোকিলের কলগীতি,

              ভরি দিল বকুলের গন্ধে॥

মাধবীর মধুময় মন্ত্র

রঙে রঙে রাঙালো দিগন্ত।

          বাণী মম নিল তুলি   পলাশের কলিগুলি,

                   বেঁধে দিল তব মণিবন্ধে॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৬

রচনাস্থান: আগরতলা

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.