১৭২ (hay hemanta lakkhi)

হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা--

হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা ॥

     সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে   মলিন হেরি কুয়াশাতে,

     কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ॥

ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।

দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।

     আপন দানের আড়ালেতে   রইলে কেন আসন পেতে,

     আপনাকে এই কেমন তোমার গোপন ক'রে রাখা ॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.