১৩ (hriday amar oi bujhi tor)

হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।

বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥

তোমার   মোহন এল ভীষণ বেশে,   আকাশ ঢাকা জটিল কেশে--

     বুঝি   এল তোমার সাধনধন চরম সর্বনাশে॥

বাতাসে তোর সুর ছিল না,   ছিল তাপে ভরা।

পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।

এবার   জাগ্‌রে হতাশ, আয় রে ছুটে   অবসাদের বাঁধন টুটে--

     বুঝি   এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.