রাগ: মল্লার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১০৩ (hridaye mandrila damaru)

              হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,

          ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,

     হল রোমাঞ্চিত বন বনান্তর--

দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে   মিলনস্বপ্নে সে কোন্‌ অতিথি রে।

   সঘনবর্ষণশব্দমুখরিত   বজ্রসচকিত ত্রস্ত শর্বরী,

          মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে--

              কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.