৪৮ (jete dao jete dao)

          যেতে দাও   যেতে দাও গেল যারা।

              তুমি যেয়ো না,   তুমি যেয়ো না,

     আমার   বাদলের গান হয় নি সারা ॥

কুটিরে কুটিরে বন্ধ দ্বার,   নিভৃত রজনী অন্ধকার,

    বনের অঞ্চল কাঁপে চঞ্চল-- অধীর সমীর তন্দ্রাহারা ॥

দীপ নিবেছে নিবুক নাকো,   আঁধারে তব পরশ রাখো।

বাজুক কাঁকন তোমার হাতে   আমার গানের তালের সাথে,

    যেমন   নদীর ছলোছলো জলে   ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.