৩৫ (kapichhe dekhalata tharthar)

              কাঁপিছে দেহলতা থরথর,

              চোখের জলে আঁখি ভরভর॥

দোদুল তমালেরই বনছায়া   তোমারি নীল বাসে নিল কায়া,

              বাদল-নিশীথেরই ঝরঝর

              তোমারি আঁখি-'পরে ভরভর॥

              যে কথা ছিল তব মনে মনে

              চমকে অধরের কোণে কোণে।

নীরব হিয়া তব দিল ভরি   কী মায়া স্বপনে যে, মরি মরি,

              আঁধার কাননের মরমর

              বাদল-নিশীথের ঝরঝর॥

রাগ: দেশ

তাল: একাদশী

রচনাকাল (বঙ্গাব্দ): 1324

রচনাকাল (খৃষ্টাব্দ): 1917

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.