৮০ (kotha je udhao holo)

কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী

        আজি ভরা বাদরে॥

     ঘন ঘন গুরু গুরু গরজিছে,

ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা--

মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে॥

রাগ: মল্লার

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.