১২৩ (mor bhabnare ki haoyay)

মোর   ভাবনারে কী হাওয়ায় মাতালো,

দোলে মন দোলে অকারণ হরষে।

হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে

              রসের ধারা বরষে॥

          তাহারে দেখি না যে দেখি না,

          শুধু   মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়

          বাজে অলখিত তারি চরণে

          রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥

গোপন স্বপনে ছাইল

অপরশ আঁচলের নব নীলিমা।

          উড়ে যায় বাদলের এই বাতাসে

তার         ছায়াময় এলো কেশ আকাশে।

          সে যে মন মোর দিল আকুলি

          জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥

রাগ: গৌড়মল্লার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.