১৮১ (mra nutan joubaneri dut)

            আমরা      নূতন প্রাণের চর    হা হা।

        আমরা থাকি পথে ঘাটে,    নাই আমাদের ঘর    হা হা॥

    নিয়ে পক্ক পাতার পুঁজি    পালাবে শীত, ভাবছ বুঝি গো?

ও-সব      কেড়ে নেব, উড়িয়ে দেব    দখিন হাওয়ার 'পর হা হা॥

        তোমায়      বাঁধব নূতন ফুলের মালায়

                বসন্তের এই বন্দীশালায়।

    জীর্ণ জরার ছদ্মরূপে    এড়িয়ে যাবে চুপে চুপে?

তোমার      সকল ভূষণ ঢাকা আছে,    নাই যে অগোচর গো॥

রাগ: পরজ-বসন্ত

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.