২২৭ (niday jakhan chaibe tumi)

        বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে

            তোমায়   ডাকব না তো ফিরে।

        করব তোমায় কী সম্ভাষণ,     কোথায় তোমার পাতব আসন

            পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥

তুমি    আপনি যখন আসো তখন    আপ্‌নি কর ঠাঁই--

            আপনি কুসুম ফোটাও, মোরা    তাই দিয়ে সাজাই।

        তুমি যখন যাও চলে যাও    সব আয়োজন হয়-যে উধাও--

            গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.