রাগ: মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

২৬০ (nil akasher kone kone)

নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে   আহা।

শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে   আহা ॥

          সুদূরে কার পায়ের ধ্বনি   গণি গণি দিন-রজনী

              ধরণী তার চরণ মাগে   আহা ॥

দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস "জাগো জাগো'।

ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্‌ কথা গো।

          শূন্যে তোমার ওগো প্রিয়   উত্তরীয় উড়ল কি ও

              রবির আলো রঙিন রাগে   আহা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.