২২৩ (o chad tomay dola)

        ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!

            ও চাঁদ, তোমায় দোলা--

                কে দেবে কে দেবে তোমায় দোলা--

    আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা॥

কেবল তোমার চোখের চাওয়ায়    দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,  

    বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফানতোলা॥

        আজ মানসের সরোবরে

কোন্‌ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে।

তোমার হাসির আভাস লেগে    বিশ্ব-দোলন দোলার বেগে

    উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥

রাগ: বসন্ত-বাহার-খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.