১৯২ (o manjari o manjari)

          ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,

আজ   হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি॥

আমার   গান যে তোমার গন্ধে মিশে   দিশে দিশে

                   ফিরে ফিরে ফেরে গুঞ্জরি॥

     পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়

তোমার     গন্ধ-সাথে আপন আলো মাখায়।

     ওই      দখিন-বাতাস গন্ধে পাগল   ভাঙল আগল,

                   ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি॥

রাগ: মিশ্র কানাড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.