১৪০ (ogo tumi ponchadashi)

              ওগো তুমি পঞ্চদশী,

তুমি     পৌঁছিলে পূর্ণিমাতে।

মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে॥

          ক্বচিৎ জাগরিত বিহঙ্গকাকলী

              তব নবযৌবনে উঠিছে আকুলি   ক্ষণে ক্ষণে।

          প্রথম আষাঢ়ের কেতকীসৌরভ তব নিদ্রাতে॥

                        যেন অরণ্যমর্মর

              গুঞ্জরি উঠে তব বক্ষ থরথর।

                   অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে,

                        ছলোছলো জল এনে দেয় তব নয়নপাতে॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.