৬৩ (oi je jhorer megher)

          ওই-যে ঝড়ের মেঘের কোলে

বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥

ওরই গানের তালে তালে   আমে জামে শিরীষ শালে

                   নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥

                             আমার  দুই আঁখি ওই সুরে

          যায় হারিয়ে সজল ধারায়   ওই ছায়াময় দূরে।

ভিজে হাওয়ায় থেকে থেকে   কোন্‌ সাথি মোর যায় যে ডেকে,

          একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥

রাগ: দেশ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.