১৬০ (olo shephali olo)

          ওলো শেফালি, ওলো শেফালি,

আমার  সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি॥

          তারার বাণী আকাশ থেকে   তোমার রূপ দিল এঁকে

          শ্যামল পাতায় থরে থরে আখর রুপালি॥

তোমারবুকের খসা গন্ধ-আঁচল রইল পাতা সে

          আমার গোপন কাননবীথির বিবশ বাতাশে।

          সারাটা দিন বাটে বাটে   নানা কাজে দিবস কাটে,

          আমার সাঁঝে বাজে তোমার করুণ ভূপালি॥

রাগ: মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.