১৩৭ (pagla haoyar badal dine)

              পাগলা হাওয়ার বাদল-দিনে

              পাগল আমার মন জেগে ওঠে॥

চেনাশোনার কোন্‌ বাইরে     যেখানে পথ নাই নাই রে

              সেখানে অকারণে যায় ছুটে॥

ঘরের মুখে আর কি রে      কোনো দিন সে যাবে ফিরে।

                   যাবে না, যাবে না--

                        দেয়াল যত সব গেল টুটে॥

বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা   কোন্‌ বলরামের আমি চেলা,

          আমার       স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--

                        যত   মাতাল জুটে।

          যা       না চাইবার তাই আজি চাই গো,

          যা       না পাইবার তাই কোথা পাই গো।

                        পাব না, পাব না,

              মরি     অসম্ভবের পায়ে মাথা কুটে॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.