৮২ (pub haoyate dey dola)

পুব-হাওয়াতে দেয় দোলা আজ   মরি মরি।

হৃদয়নদীর কূলে কূলে জাগে লহরী॥

পথ চেয়ে তাই একলা ঘাটে   বিনা কাজে সময় কাটে,

পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী॥

ব্যথা আমার কূল মানে না,   বাধা মানে না।

পরান আমার ঘুম জানে না,   জাগা জানে না।

মিলবে যে আজ অকুল-পানে   তোমার গানে আমার গানে,

ভেসে যাবে রসের বানে   আজ বিভাবরী॥

রাগ: কাফি-কানাড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.