১৬৮ (sei to tomar pather badhu)

          সেই তো তোমার পথের বঁধু সেই তো।

দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥

          সেই তো তোমার পথের বঁধু সেই তো।

এই আলো তার এই তো আঁধার, এই আছে এই নেই তো ॥

রাগ: কালাংড়া-ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.