১৪৮ (sharate aj kon atithi)

শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।

আনন্দগান গা রে হৃদয়,   আনন্দগান গা রে॥

     নীল আকাশের নীরব কথা   শিশির-ভেজা ব্যাকুলতা

          বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে॥

শষ্যক্ষেতের সোনার গানে   যোগ দে রে আজ সমান তানে,

ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে।

     যে এসেছে তাহার মুখে   দেখ্‌ রে চেয়ে গভীর সুখে,

          দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে॥

রাগ: বাউল

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 19091

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.