১৭৭ (shiuli fota phuralo jei )

শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল   শীতের বনে

          এলে যে--

আমার   শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥

তাই গোপনে সাজিয়ে ডালা   দুখের সুরে বরণমালা

              গাঁথি মনে মনে   শূন্যক্ষণে॥

          দিনের কোলাহলে

     ঢাকা সে যে  রইবে হৃদয়তলে--

আমার   বরণমালা রইবে হৃদয়তলে॥

রাতের তারা উঠবে যবে   সুরের মালা বদল হবে

              তখন তোমার সনে   মনে মনে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.