রাগ: বিভাস-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৯২ (shraban rumi batase)

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে--

পথে তারি সকল বারি দিলে ঢেলে।

কেয়া কাঁদে, "যা য় যা য় যায়।'

কদম ঝরে, "হা য় হা য় হায়।'

পুব-হাওয়া কয়, "ওর তো সময় নাই বাকি আর।'

শরৎ বলে, "যাক-না সময়, ভয় কিবা তার--

কাটবে বেলা আকাশ-মাঝে   বিনা কাজে   অসময়ের খেলা খেলে।'

কালো মেঘের আর কি আছে দিন,   ও যে হল সাথিহীন।

পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'

শরৎ বলে, "মিলিয়ে দেব কালোয় আলো--

সাজবে বাদল আকাশ-মাঝে   সোনার সাজে   কালিমা ওর মুছে ফেলে।'

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.