১৩০ (shrabaner gaganer jay)

শ্রাবণের গগনের গায়   বিদ্যুৎ চমকিয়া যায়।

     ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে,   হায়॥

          তেমনি তোমার বাণী   মর্মতলে যায় হানি   সঙ্গোপনে,

                   ধৈরজ যায় যে টুটে,   হায়॥

     যেমন বরষাধারায়   অরণ্য আপনা হারায়   বারে বারে

                        ঘন রস-আবরণে

              তেমনি তোমার স্মৃতি   ঢেকে ফেলে মোর গীতি

                   নিবিড় ধারে   আনন্দ-বরিষণে,   হায়॥

রাগ: মেঘমল্লার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.