৮৭ (shyamal shobhan shraban)

          শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে

          সজল বিলোল আঁচল মেলে॥

          পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।'

          শরৎ বলে, "ভয় কী সময় গেল ব'লে,

বিনা কাজে আকাশ-মাঝে   কাটবে বেলা অসময়ের খেলা খেলে।'

          কালো মেঘের আর কি আছে দিন।

              ও যে   হল সাথিহীন।

     পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'

          শরৎ বলে, "মিলবে যুগল কালোয় আলো,

সাজবে বাদল সোনার সাজে   আকাশ মাঝে   কালিমা ওর ঘুচিয়ে ফেলে।'

রাগ: হাম্বীর-কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.