৩৯ (timir obogunthane badan)

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি

কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥

     আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,

     নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,

       তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥

যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি

জানি না কোন্‌ মন্তরে তাহারে দিব বাণী।

     রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে--

     যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।

       কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥

রাগ: হাম্বীর

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.