রাগ: মিশ্র বসন্ত-বাহার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৩৫ (tomar asan patbo)

          তোমার আসন পাতব কোথায় হে অতিথি।

     ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি॥

ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,

     উত্তরবায় লুঠ ক'রে তায় গেল চলি--

              হিমে বিবশ বনস্থলী   বিরলগীতি

                             হে অতিথি॥

     সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,

মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।

     মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,

                   পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে--

                        জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি

                             হে অতিথি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.