২৫১ (tumi kichhu diye jao mor)

তুমি কিছু দিয়ে যাও   মোর প্রাণে গোপনে গো--

ফুলের গন্ধে বাঁশির গানে,   মর্মরমুখরিত পবনে॥

     তুমি কিছু নিয়ে যাও   বেদনা হতে বেদনে--

     যে মোর অশ্রু হাসিতে লীন,   যে বাণী নীরব নয়নে॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.