১৩৯ (aha jagi pohalo bibhabari)

     আহা,    জাগি পোহালো বিভাবরী।

     অতি    ক্লান্ত নয়ন তব সুন্দরী॥

ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল,

মুছ আঁখিজল, চল' সখি চল'    অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥

শরতপ্রভাত নিরাময় নির্মল,    শান্ত সমীরে কোমল পরিমল,

নির্জন বনতল শিশিরসুশীতল,    পুলকাকুল তরুবল্লরী।

বিরহশয়নে ফেলি মলিন মালিকা    এস নবভুবনে এসে গো বালিকা,

গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা    অলকে নবীন ফুলমঞ্জরী॥

রাগ: ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.