২২৭ (aji dakkhinpabane dola)

আজি দক্ষিণপবনে

     দোলা লাগিল বনে বনে॥

          দিক্‌ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি   অন্তরে ওঠে রনরনি

                        বিরহবিহ্বল হৃৎস্পন্দনে॥

মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা

     পল্লবে পল্লবে    প্রলপিত কলরবে।

          প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়

                        উৎসব-আমন্ত্রণে॥

রাগ: পরজ

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৩৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.