৫২ (aji godhulilagane ei badalagagane)

          আজি     গোধূলিলগনে এই বাদলগগনে

              তার    চরণধ্বনি আমি হৃদয়ে গণি--

          'সে আসিবে' আমার মন বলে সারাবেলা,

              অকারণ পুলকে আঁখি ভাসে জলে॥

          অধীর পবনে তার উত্তরীয়   দূরের পরশন দিল কি ও

     রজনীগন্ধার পরিমলে    'সে আসিবে' আমার মন বলে।

উতলা হয়েছে মালতীর লতা,    ফুরালো না তাহার মনের কথা।

          বনে বনে আজি একি কানাকানি,

              কিসের বারতা ওরা পেয়েছে না জানি,

                   কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে--

                        'সে আসিবে' আমার মন বলে॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.