২৮০ (aji sajher jamunay)

              আজি        সাঁঝের যমুনায় গো

তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ॥

     তারি সুদূর সারিগানে   বিদায়স্মৃতি জাগায় প্রাণে

          সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ॥

     আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে না কি।

একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি।

     যায় যাবে, সে ফিরে ফিরে   লুকিয়ে তুলে নেয় নি কি রে

          আমার পরম বেদনখানি আপন বেদনায় গো ॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.